খুলনা বিভাগ, খেলাধুলা, জেলার খবর, সাতক্ষীরা | তারিখঃ জুন ৫, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5562 বার
কলারোয়া প্রতিনিধি:কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে স্হানীয় হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরার ভাদড়া বি বি এস স্পোর্টিং ক্লাব বনাম কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ মধ্যেকার খেলা শুরুর ৫মিনিটে কেঁড়াগাছি ফুটবল একাদশের ৩নং জার্সিধারী খেলোয়ার রিপন একটি গোল করে দলকে এগিয়ে নেয়।
১৬মিনিটে ভাদড়ার ৯নং জার্সি ধারী খেলোয়ার আলামিন গোল করে খেলায় সমতা ফিরিয়ে বিরতিতে যায়।
মধ্যে বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আরকোন গোল না হওয়ায় ১-১গোলে ম্যাচটি ড্র হয়।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন তোতা মিয়া।
দীর্ঘদিন পর ম্যাচটি অনুষ্ঠিত হওযায় বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।