যশোর অফিস : যশোরের বাঘারপাড়ার আমজাদ মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষী দিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন ছয় সাক্ষী ও তাদের পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুরে যশোরে প্রেসক্লায়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান সাক্ষ্য দেওয়া ছয় জন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুনর অর রশিদ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৮ সালের ২৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজাকার আমজাদ হোসেন মোল্লার বিরুদ্ধে মামলা গ্রহণ করে। এ মামলায় আমজাদ মোল্লার বিরুদ্ধে তার গ্রাম ও আশপাশের গ্রামের ছয় জন সাক্ষ্য দেন। এ কারণে আমজাদ মোল্লার পক্ষে বাঘারপাড়া চিহ্নিত সন্ত্রাসী তরিকুল আনোয়ার টুটুলের নেতৃত্বে সাক্ষী ও তাদের পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় একাধিক মামলা করা হলেও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করেনি প্রশাসন। সর্বশেষ তরিকুল আনোয়ার টুটুল ভুয়া মামলায় ছয় সাক্ষীকে ফাঁসিয়ে হয়রানির চেষ্টা করেন। এ অবস্থায় সংবাদ সম্মেলনে ছয় সাক্ষীর সুরক্ষার দাবি জানানো হয়।
এই বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন বলেন, বাঘারপাড়ার প্রেমচারা এলাকায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী পুলিশের ক্যাম্প রয়েছে। তারা সার্বক্ষণিক সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত রয়েছে।

তবে অভিযুক্ত আমজাদ মোল্লার পক্ষে বাঘারপাড়া চিহ্নিত সন্ত্রাসী তরিকুল আনোয়ার টুটুলের নাম্বারে কয়েকদফা যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদ সম্মেলনে আমজাদ হোসেন মোল্লা মামলার সাক্ষী আলাউদ্দিন বিশ্বাস, রুহুল আমিন, ইসহাক মোল্লা, আব্দুল হক মোল্লা, ওলিয়ার রহমান, খলিলুর রহমান খোকন বিশ্বাস, যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল? ও ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সাধারণ সম্পাদক সাজেদ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।