খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুন ৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2781 বার
আব্দূল্লাহ আল মামুন, ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শার্শা উপজেলা শাখার আয়োজনে শাক সবজি চাষের উপর ৩ দিন মেয়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায় এর কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে এসময় ভার্চুয়ালী সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিআরডিবি’র অতিরিক্ত মহাপরিচালক এস এম মাসুদুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, শার্শা উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার নাসিম উদ্দিন সহ অত্র প্রতিষ্ঠানের কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শার্শা উপজেলা (বিআরডিবি’র) প্রধান কর্মকর্তা মো: আবু বিল্লাল হোসেন।