নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা’য় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র আয়োজনে শার্শা উপজেলার বিভিন্ন স্কুলে ও উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন সভাকক্ষে শত-শত শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ইরেসপো-২য় পর্যায় পল্লী ভবন (৬ষ্ঠ তলা), ৫ কাওরান বাজার ঢাকার ২৫/৪/২২ তারিখের স্মারক নং ৪৭.৬২.০০০০.৯৬৬.২৫.১৭৮.২২.৪৩৫ পত্রে প্রকল্প পরিচালক মোহাম্মদ রাশেদুল আলম স্বাক্ষরিত এক আদেশের প্রেক্ষিতে এ কর্মশালাগুলো অনুষ্ঠিত হয়েছে বলে জানালেন এ কর্মশালার আয়োজক ও সঞ্চালক শার্শা উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) কর্মকর্তা আবু বিল্লাল হোসেন।
তিনি বলেন, “উম্মুক্ত পল্লী উম্মুক্ত দেশ” “বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে উন্নয়নের কারিগর মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশব্যাপী দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা আয়োজনের সংস্থান রয়েছে। তারই ধারাবাহিকতায় উক্ত প্রকল্প অবহিতকরণ কর্মশালায় অংশগ্রহণের জন্য প্রকল্পভুক্ত এ উপজেলার সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দিন’র সার্বিক সহযোগিতায় বারপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের শত-শত শিক্ষার্থীদের নিয়ে সপ্তাহব্যাপী খন্ড-খন্ড কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল’র সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ইরেসপো-২ পর্যায়, বিআরডিবির মহাপরিচালক(ভারপ্রাপ্ত) এস এম মাসুদুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধূরী, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান, শার্শা উপজেলা বিআরডিবির সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) নাসিম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষক, শিক্ষার্থীরা।
এসকল অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের স্যানেটারী ন্যাপকিন, খাতা, কলম, স্কেল ও ফাইল বিতরণ করা হয়।