জেলার খবর, বগুড়া, রাজশাহী বিভাগ | তারিখঃ জুন ১, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 10069 বার
বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবা মায়ের উপর অভিমান করে প্রসেনজিত বর্মন (১৬) নামের এক কিশোর নিজ ঘরে ফ্যানের সাথে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (১ জুন) বিকেল ৪টায় দূর্গাপুর হিন্দুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রসেনজিত দূর্গাপুর হিন্দুপাড়ার স্বপন বর্মনের একমাত্র ছেলে।
স্বপন বর্মন জানান, তার ছেলে প্রসেনজিৎ দীর্ঘদিন ধরে মোটরসাইকেল কিনে নেওয়ার জন্য জিৎ করছিল। তাকে ধান কাটার পর মোটরসাইকেল কিনে দেওয়ার কথা বলেছিলাম। এবার ধান নষ্ট হয়ে যাওয়া হাতে টাকা না থাকায় মোটরসাইকেলটি কিনে দেওয়া হয়নি।
মায়ের কাছে আবার এসে মোটরসাইকেল কিনে নেওয়ার জন্য জিৎ শুরু করে। এতে তার মা বকাবকি করলে সে মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ বিষয়ে কাহালু থানার এস আই খোকন চন্দ্র বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।