খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মে ২৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3764 বার
আনিছুর রহমান: মনিরামপুরে পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি লেগে মোটরসাইকেল আরোহী দুই কিশোর গুরুত্বর আহত হয়েছে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে পিকআপের সামনের অংশ দুমড়ে গেছে। গতকাল শুক্রবার বিকেলে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের বাকোশপোল গ্রামের মনিরের বাড়ির সামনে ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহত দুই কিশোর হচ্ছে, বাকোশপোল গ্রামের জাকির হোসেন বাবুর ছেলে ইমন হোসেন (১৫) ও একই গ্রামের শফিকুল ইসলাম শফির ছেলে শাওন হোসেন (১৪)। আহতদের মধ্যে সাওনের অবস্থা গুরুত্বর বলে জানা গেছে।
শাওন কদমবাড়ীয়া দাখিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র। আর ইমন গ্যারেজের শ্রমিক।
স্থানীয় স্কুল শিক্ষক মোক্তার হোসেন বলেন, পিকআপটি মনিরামপুর বাজার হয়ে ঝিকরগাছার দিকে যাচ্ছিল। আর আহত দুই কিশোর মোটরসাইকেল চালিয়ে বেড়াচ্ছিল। পিকআপটি বাকোশপোল মনিরের বাড়ির সামনে পৌঁছুলে মোটরসাইকেলের সাধে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে মোটরসাইকেলে থাকা দুই কিশোর আহত হয়।
মোক্তার হোসেন বলেন, আহত দুই কিশোরকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শাওনের ভাই সুমন জানান, তার অবস্থা আশংখ্য জনক।
তারা আরো জানাই লোকজন আসার আগে পিকআপ ফেলে চালক ও সহযোগী পালিয়ে গেছেন।
মনিরামপুর হাসপাতালেন জরুরি বিভাগের চিকিৎসক দীবাকর মণ্ডল বলেন, আহতদের মধ্যে সাওনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিজন আমাদের হাসপাতালে ভর্তি আছে।