খুলনা বিভাগ, জেলার খবর, ঝিনাইদহ | তারিখঃ মে ২৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5576 বার
রবিউল ইসলাম : জিআর ওয়ারেন্টভুক্ত ০৫(পাঁচ) বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত সাজা প্রাপ্ত ০১ জন আসামী এবং সিআর ওয়ারেন্টভুক্ত (০২) দুই মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত ০১ জন আসামী সহ সর্বমোট ০২ জন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
পুলিশ সুপার ঝিনাইদহ ও অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মহোদয় এর দিকনির্দেশনায় মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়ার নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অফিসার ও ফোর্সের সহায়তায় জিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট এর ০৫(পাঁচ) বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী ১। মোঃ আনোয়ার হোসেন, পিতা-মৃত ইলাহি বক্স মন্ডল, সং-বেতবাড়িয়া,এবং সিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট এর (০২) দুই মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী ২। মোঃ জাহাঙ্গীর আলম পিতা- আলা বক্স গ্রাম- রঘুনাথপুর, উভয় থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ’দ্বয়কে গ্রেফতার করা হয়।আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।