খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মে ২৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2749 বার
আনিছুর রহমান: যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের রামপুর জামতলা মোড় সংলগ্ন স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক ভারতীয় নাগরিকের। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালককে আটক করতে পারেনি। লাশটি উদ্ধার করে থানায় প্রেরণ করা হয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভারতের চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার বৈকারা গ্রামের নিরঞ্জন দাস ও তার ছেলে সৌমেন দাস (১৫), ভাইপো বিকাশ দাস ও তার স্ত্রী শিফালী দাস এবং তার মেয়ে নিশা দাস ২৪ মে মঙ্গলবার সকালে বেনাপোল ইমেক্রেশন পার হয়ে বেনাপোলে প্রবেশ করে। তারা বাংলাদেশের যশোর জেলার কেশবপু মামা অনিল দাসের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বেনাপোল থেকে সাড়ে এগারোটার দিকে একটা সিএনজি রিজার্ভ করে কেশবপুরের মামার বাড়ির উর্দেশে রওনা হয়। দুপুর দেড়টার দিকে মণিরামপুরের রাজগঞ্জের রামপুর জামতলা মোড়ের অদুরে হাল্কা বাঁকা রাস্তা ঘুরতে যেয়ে সিনজির সামনে ডানপাশে বসে থাকা সৌমেন দাস (১৫) অসাবধানা বসত রাস্তায় পড়ে যায়। এ সময় সামনের দিক থেকে আসা ঢাকা মেট্রো ড ১১-৮৯৫৩ নম্বরের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে মৃত্য হয়। ট্রাক ড্রাইভার ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টায় ব্যার্থ হয়ে ঘটনাস্থলের কিছু দুরে ট্রাকটি ফেলে পালিয়ে যায়। সড়ক র্দূঘটনায় মৃত্যুর সংবাদ শুনে আশপাশের জনগন এসে রাস্তায় পড়ে থাকা লাশটি দেখতে যেয়ে প্রায় আঁধা ঘন্টা রাস্তা বন্ধ থাকে।
সংবাদ পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনসপেক্টর বানী ইসরাইল, এএসআই ইমরান হোসেনসহ সকল পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। লাশটি পাহারায় রেখে রাস্তার এক পাশ দিয়ে গাড়ী যাতায়াতের ব্যবস্থা করে দেন। ঘাতক ট্রাকটি আটক করতে পারলে চালককে আটক করতে পারেনি পুলিশ। লাশটি উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হবে কিনা তা নিশ্চিত করে বলতে পারেনি। এ বিষয়ে সিনজিতে থাকা নিহতের পিতা নিরঞ্জন দাসের সাথে কথা হলে তিনি বলেন, আমরা ৫ জনেই কেশবপুরে মামার বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম। সকালেই পাসপোটে বর্ডার পার হয়ে বেনাপোলে আসি। সেখান থেকে সিনজিতে যেতে যেয়ে র্দূঘটনায় আমার ছেলেটার মৃত্য হলো। তিনি আরো বলেন আমি সিএনজির ভীতরে ছিলাম। আমাদের কারোর কোন ক্ষতি হয়নি সিএনজিরও কিছু হয়নি। কথা হয় ইনসপেক্টর বানী ইসরাইলের সাথে তিনি বলেন, সড়ক র্দূঘটনার সংবাদ পেয়েই তাৎক্ষনিক ঘটনাস্থলে যায়, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশটি ভারতের নাগরিক, তাই ময়না তদন্তের বিষয় নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে লাশটি উদ্ধার করে থানায় প্রেরণ করা হয়েছে।