খুলনা বিভাগ, জেলার খবর, ঝিনাইদহ | তারিখঃ মে ২৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2708 বার
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনারকে জড়িয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমুলক, ভিত্তিহীন, মিথ্যা অপপ্রচারের লিপ্ত হয়েছে তারই প্রতিবাদ জানিয়ে এবার মানববন্ধন করেছে কালীগঞ্জ বারবাজারের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার সকাল ৯ টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বারবাজারে ঢাকা-খুলনা মহাসড়কের দুই ধারদিয়ে হাটবারবাজার মাধ্যমিক বিদ্যালয়, বারবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসা ও কুমারহাটি মোহাম্মাদিয়া মাদ্রাসা ও নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেছে তত্তিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বগেরগাছি নওদা পাড়া মাধ্যমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা, বি আই জিডি মাধ্যমিক বিদ্যালয়, রস্তমআলী মাধ্যমিক বিদ্যালয়, বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়, দুলালমুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়, কোলাবাজার ইউনাইনেট মাধ্যমিক বিদ্যালয়, আবুবক্কর বিশ্বাস ও মকসেদ আলী মহিলা মাদ্রাসা সহ অসংখ্য স্কুল মানববন্ধনে শতশত শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ৪৫ মিনিট ব্যাপি মানববন্ধনে অংশগ্রহণ করে।