খুলনা বিভাগ, খেলাধুলা, জেলার খবর, সাতক্ষীরা | তারিখঃ মে ২৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3539 বার
এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ নারীদের ক্ষমতায়নে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ভিন্নধর্মী অনুষ্ঠান স্কুল ছাত্রীদের নিয়ে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে সাতক্ষীরায়। রবিবার বেসরকারী উন্নয়ন সংস্থা সহায় ও মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার সকালে সদর উপজেলার লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করে একদিকে ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয় ও অপরদিকে লাবসা আর.কে মাধ্যমিক বিদ্যালয়।
বাংলাদেশ ক্রীড়া সংস্থা সাতক্ষীরার পরিচালনায় প্রীতি ফুটবলে ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা সহায়’র এর পরিচালক মনিরুজ্জামান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাবসা ইউপির প্যানেল চেয়ারম্যান ফেরদৌস রহমান মিস্টি, জেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, লাবসা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহায়’র প্রজেক্ট কোঅর্ডিনেটর মেহেদী হাসান প্রমুখ। খেলায় লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে বিজয়ী হয়।