খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মে ২৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3517 বার
স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়ায় ইয়াবাসহ তুহিন খাঁ(২৮) নামক এক যুবক পুলিশের হাতে আটক হয়েছে ।
সোমবার (২৩শে মে) সকালে বাঘারপাড়ার ছোটভিটাবল্লা গ্রামস্হ চলমান রেল প্রকল্প কাজের সামনের পাকা রাস্তার উপর থেকে ভিটাবল্যা ক্যাম্প পুলিশ তাকে ২০ পিচ ইয়াবাসহ আটক করে।
সে জামদিয়া গ্রামের পূর্ব পাড়ার আঃ মালেক খাঁ এর ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সংগে যুক্ত থাকার অভিযোগ ছিল বলে জানা গেছে ।
আটকের সময় তার নিকট থেকে সাদা পলেথিনে মোড়ানো গোলাপী রঙের ২০ (বিশ) পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত আসামিকে বাঘারপাড়া থানায় সোপর্দ করা হয়েছে ।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন সাংবাদিকদের জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দেয়ার পর আদালতে পাঠানো হয়েছে।