খুলনা বিভাগ, খেলাধুলা, জেলার খবর, যশোর | তারিখঃ মে ২৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3625 বার
আব্দুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার : শার্শায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ (১৭) এর ফায়নালে বেনাপোল পৌরসভাকে হারিয়ে গার্শা সদও ইউনিয়ন ৬-২ গোলে চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার (২৩ মে) বিকেলে শার্শার শেখ রাসেল স্টেডিয়ামে উপজেলা ক্রীড়াসংস্থা এ খেলার আয়োজন করে। এ সময় সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ শেখ আফিল উদ্দিন এমপি ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সহকারী কমিশনার (ভূমী) রাশনা শারমিন মিথি, উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেসদৌস, শার্শা থানা ইনচার্য মামুন খান, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, শার্শা ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা প্রমুখ।
উাইনাল খেলায় শার্শা উপজেলা বেনাপোল পৌরসভা ফুটবল একাদশ ও শার্শা ইউনিয়ন ফুটবল একাদশ অংশ নেয়। খেলার প্রথমার্ধের ১৬ মিনিটে এক খেলোয়াড়কে শৃঙ্খলা ভঙ্গেও দায়ে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারী। ২৬ মিনিটে বেনাপোল পৌরসভা ফুটবল একদশের ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় রাহুল ১ গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। পিছিয়ে পড়ে শার্শা ইউনিয়ন ফুটবল একাদশ।
খেলার দিতীয়ার্ধে ৬ মিনিটে শার্শা ইউনিয়ন ফুটবল একাদশের ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় আকাশ ১টি গোল করে খেলার সমতা ফিরিয়ে আনেন। ৭০ মিনিটের খেলায় কোন দলই আর গোল করতে পারেনি। তাই খেলাটি টাইবেকারে গড়াই।
টাইবেকারে দুটি দলই ৫টি করে বল করার সুযোগ পেলেও বেনাপোল পৌরসভা ফুটবল একাদশ মাত্র ২টি গোল করলেও শার্শা ইউনিয়ন ফুটবল একাদশ ৫টি বল গোলে ঢোকাতে সমর্থ হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি সহ পুরুস্কার তুলে দেন।#