উত্তম চক্রবর্তী ।। সিলেটের ভয়াবহ বন্যা পরিস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখে বন্যার্থদের সামান্য একটু সহযোগিতা করতে সেখানে ছুটে গেছেন যশোরের মণিরামপুরের মানবতার কন্যা ছাত্রলীগ নেত্রী সানজিদা জেরিন। তিনি শুক্রবার (২০ মে-২০২২) সকালে বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সম্রাট এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বেসরকারি বিষয়ক সম্পাদক আল-আমিনের সহযোগিতায় সিলেটে যান এবং বন্যার্থদের পাশে দাড়ান। মনবতার কন্যা সানজিদা জেরিন তার ফেসবুক পেইজে লিখেছেন- সিলেটে বন্যা পরিস্থিতি দেখে তৎক্ষনিক সিদ্ধান্ত নিয়ে আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সদস্য হিসেবে আমার ব্যক্তিগত ও অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের নগদ আর্থিক সহায়তা নিয়ে শুক্রবার সকালে সিলেটে চলে আসি। দেখি চারিদিকে শুধু পানি আর পানি। মানুষের ঘরবাড়ি সব পানির নিচে। আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে। সানজিদা জেরিন সিলেটের বন্যাদুর্গত এলাকায় নৌকায় করে যেয়ে মানুষের মাঝে শুকনা খাবার যেমন- ১ কেজি চিড়া, ১ প্যাকেট বিস্কুট, দুধ, চিনি, ২ লিটার বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন অর্ধ সহস্রাধিক পানিবন্দি পরিবারের মাঝে বিতরণ করেছেন। এসময় তার সাথে স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।