এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ সাতক্ষীরায় গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় দিক নির্দেশনা প্রদানের লক্ষে ইউপি চেয়ারম্যানদের দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের ব্যবস্থাপনায় প্রশিক্ষনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাশরুবা ফেরদৌস। তিনি গ্রাম আদালত পরিচালনার জন্য ইউপি চেয়ারম্যানদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের প্রকল্প সমন্বয়ক কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, প্রকল্পের কনসালটেন্ট রাজু জাবেদ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।