খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ মে ১৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4142 বার
শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখায় জনশুমারি ও গৃহগননা-২০২২ পরিচালনার নিমিত্তে শালিখা উপজেলা শুমারি জরিপ স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয় সোমবার।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার মো নাজমুল হোসাইন। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা, ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, শালিখা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর মাষ্টার, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস, ধনেশ্বর গাতি ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, তালখড়ি ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল, বুনাগাতি ইউপি চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন লস্কর, আড়পাড়া বনিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় জানান হয় ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত এ শুমারির কাজ চলবে।