চাঁপাইনবাবগঞ্জ, জেলার খবর, রাজশাহী বিভাগ | তারিখঃ মে ১৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2330 বার
নিজস্ব প্রতিবেদকঃ শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ মজুদকৃত সয়াবিন তেল জব্দ এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য ধ্বংস ও অল্পমূল্যে বিক্রয় করা হয়েছে ।
সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সুলতানার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় । অভিযানে উপজেলার কানসাট বাজারের উধারুল ইসলামের দোকানে বিভিন্ন প্রকার মেয়াদোত্তীর্ণ খাদ্য রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা, রতন কুমার সাহা এর গুদামে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ এর অপরাধে মজুদকৃত তেল জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা এবং শরিফুল ইসলামের গুদামে মেয়াদোত্তীর্ণ ১১৮ বস্তা ময়দা মজুদের অপরাধে মজুদকৃত ময়দা স্বল্পমূল্যে মাছখাদ্য হিসেবে বিক্রয়ের নির্দেশ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয় । এর মধ্যে উধারুল ইসলামের দোকানে সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ খাদ্য ধ্বংস, রতন কুমার সাহা এর গুদামে অবৈধভাবে মজুদকৃত ৬৫ লিটার সয়াবিন তেল জব্দ করে তা জনসম্মুখে উপস্থিত জনগনের মাঝে বিক্রয় এবং শরিফুল ইসলামের গুদামে অবৈধভাবে মজুদকৃত ও মেয়াদোত্তীর্ণ ১১৮ বস্তা ময়দা তাৎক্ষনিক মাছখাদ্য হিসেবে ও স্বল্পমূল্যে বিক্রয়ের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সুলতানা । ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ এবং ৫১ ধারায় এসব নির্দেশ দেন তিনি । অভিযান পরিচালনা কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সুলতানা বলেন, দেশের কিছু অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানো ও গ্রাহকদের জিম্মি করার উদ্দেশ্যে অবৈধভাবে পণ্য মজুদ করে রাখে । অপরদিকে মেয়াদোত্তীর্ণ খাদ্য গ্রাহকদের চোখে ফাঁকি দিয়ে বিক্রয় করেও অধিক লাভবান হয়, যা স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর । আজ এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেই আমাদের এই অভিযান । এমন অভিযান সামনে চলমান থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সুলতানা ।