খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মে ১৬, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2330 বার
এসএম স্বপনঃ দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলে ৫ শর্তাবলী বাস্তবায়নের আশ্বাসে ১৭মে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি।
সোমবার (১৬মে) দুপুরে বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের সাথে যৌথ আলোচনার ভিত্ত্বিতে ৫ শর্তাবলী বাস্তবায়নের আশ্বাসে আগামী ১৬/০৬/২০২২ ইং তারিখ পর্যন্ত ১ মাসের জন্য কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
শর্তাবলীসমুহ হলো, ০১. বন্দর কর্তৃপক্ষ আগামী ৩১মের মধ্যে ৩টা ক্রেন ৩টা ফর্কলিফ্ট সংযুক্ত করবে।
০২/ অদক্ষ ক্রেন/ফর্কলিফ্ট চালক পরিবর্তন করে বন্দর কর্তৃপক্ষ আগামী ৩১/০৫/২০২২ ইং তারিখের মধ্যে দক্ষ চালক নিয়োগ দিবেন।
০৩/ প্রত্যেক চালককে সকাল ০৯ টার মধ্যে কর্মস্থলে যোগদান করিতে হইবে।
০৪/ বেলা ৩ ঘটিকা পর্যন্ত ক্রেন ফর্কলিফ্টের সিরিয়াল গ্রহন করবে এবং সিরিয়াল অনুযায়ী বিরতিহীন ভাবে কাজ করিতে হইবে।
০৫/ বন্দর কর্তৃপক্ষ আগামী ১৫/০৭/২০২২ ইং তারিখের মধ্যে বন্দরের চাহিদা অনুযায়ী ক্রেন/ফর্কলিফ্ট সংযুক্ত করবে।
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সহ-সভাপতি মশিয়ার রহমান বলেন, আগামী ১৬ জুন ২০২২ ইং তারিখের মধ্যে উল্লেখিত ০৫ নং শর্তাবলী ব্যতিরেখে অন্যান্য শর্তাবলী সঠিকভাবে পালন না করা হলে,পরবর্তীতে সমিতির পক্ষ হতে ঘোষনা করা হবে।
উল্লেখ্য, বেনাপোল বন্দরে পর্যাপ্ত ক্রেন ও ফর্কলিফ্ট না থাকায় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছিল। ফলে পর্যাপ্ত ক্রেন ও ফরক্লিফটের দাবিতে ১৭মে থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দেয় বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি।