খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মে ১৬, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2396 বার
যশোর অফিস : যশোরে আঞ্চলিক কৃষি গবেষণা সম্প্রাসরণ পর্যালোচনা ও কর্মসুচি শীর্ষক দুদিনের কর্মশালা শুরু হয়েছে।
সোমবার যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণ ইনস্টিউট গাজীপুরের সেবা ও সরবরাহ বিভাগের পরিচালক ড. মো. কামরুল হাসান।
আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কাওছার উদ্দীন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর যশোরাঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হৃদয়েশ্বর দত্ত, অতিরিক্ত পরিচালক ডিআইয়ে খুলনা অঞ্চল মো. ফজলুল হক ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউেটর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সরেজমিন ড. মো. মাজহারুল আনোয়ার।
কর্মশালায় খুলনা বিভাগের কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক, কৃষি সম্প্রাসরণ অধিদপ্তেরর উপপরিচালকবৃন্দ, গুণী কৃষকরাসহ ৭০জন অংশ গ্রহন করেন।
কর্মশালায় কৃষির উন্নয়নে কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর ও কৃষি গবেষণা কেন্দ্রের সমন্বয়ের মাধ্যমে যুগপযোগী কাজ করার ওপর গুরুত্ব দেয়া হয়। কর্মশালার সার্বিক অনুষ্টানটি পরিচালনা করেন উদ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজুর রহমান।