খুলনা বিভাগ, জেলার খবর, ঝিনাইদহ | তারিখঃ মে ১৫, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4903 বার
রবিউল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বুদ্ধিমত্বায় দীর্ঘ ৪ মাস পর মানসিক ভারসাম্যহীন মাকে ফিরে পেলো তার পরিবার।জানা যায় পিরোজপুর জেলার পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের মৃত মুকুন্দ লাল সাদিয়ালের মানসিক ভারসাম্যহীন স্ত্রী অর্পনা রাণী স্বর্ণা সাদিয়াল গত চার মাস আগে বাড়ী থেকে বেরিয়ে আর ফিরে আসেনি।পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেলে পিরোজপুর সদর থানায় একটি জিডি করেন বলে জানা যায়। ১৩ই মে রোজ শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলা যাদবপুর বাজারে এলোমেলো অবস্থায় ঘুরতে দেখে মহেশপুর থানার এএসআই সজল মন্ডল মহিলার পরিচয় জানতে চাইলে, তিনার পরিচয় আংশিক বলতে পারে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ সেলিম মিয়া এর দিক নির্দেশনায়, পুঃপঃ(তদন্ত) জনাব মোঃ ইসমাইল হোসেন এর সার্বিক সহযোগিতায় এএসআই (নিঃ)/ সজল মন্ডল বিচক্ষণতার মাধ্যমে অর্পণা রাণী সাদিয়ালকে তদন্ত সাপেক্ষে তার দুই ছেলে সজীব সদিয়াল ও ছোট ছেলে রাজীব সাদিয়াল এর সনাক্তমতে অফিসার ইনচার্জ সাহেবের উপস্থিতিতে ১৪ই মে রোজ শনিবার সন্ধ্যায় তাদের নিকট হস্তান্তর করেন।