জেলার খবর, ঢাকা, ঢাকা বিভাগ | তারিখঃ মে ৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2074 বার
নিজস্ব প্রতিবেদক : দোহার উপজেলাধিন কুসুমহাটি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান শিকদার খোকনের বাস্তার বাসভবন প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে ৮ মে দুপুরে ঈদ পুনমিলনী ও মত বিনিময় এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন প্রধান অতিথির হক্তব্য রাখেন। স্বাগতীক বক্তব্যে আলী আহসান সিকদার খোকন আগামী ১৫ মে দোহার উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক অনুষ্ঠিতব্য সম্মেলনে পুনরায় সাধারণ সম্পাদকের জন্য প্রার্থীতা ঘোষনা করেন। সভায় উপস্থিত উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বিষদ আলোচনায় জোরালো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের অন্যতম সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা বিভাগীয় দক্ষিনাঞ্চল সাংগঠনিক কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা মো:বেলাল হোসেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক প্রখ্যাত গীতিকার বীর মুক্তিযোদ্ধা হাসান মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন,শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মো: পিয়ার হোসেন, স্বাস্থ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, মুকসেদপুর ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান খান, উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দিন, সাবেক আহবায়ক রাকিবুর রহমান রাহিম কমিশনার, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ শ্রম বিষয়ক সম্পাফক তৈয়ুবুর রহমান তরুনসহ বিভিন্ন নেতৃবর্গ।