খুলনা বিভাগ, জেলার খবর, ঝিনাইদহ | তারিখঃ মে ২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5686 বার
ঝিনাইদহ প্রতিনিধিঃ “শ্রমিক মালিকের একতা, উন্নয়নের নিশ্চয়তা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে মহান মে দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর।