খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ এপ্রিল ২৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2607 বার
শালিখা(মাগুরা)প্রতিনিধিঃ ঈদের কেনাকাটা করতে না পারা শালিখা উপজেলার বরইচারা গ্রামের এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি এটাই প্রমান করলেন” মানুষ মানুষের জন্য” মাগুরার শালিখা উপজেলার বরইচারা (আটির ভিটা) গ্রামের আব্দুল ওয়াব মোল্যার কন্যা মীরা খাতুনকে ১০ বছর পূর্বে একই উপজেলার হরিশপুর গ্রামের মালেক মোল্যার পুত্র ভ্যান চালক নুর ইসলামের সাথে বিবাহ দেন। এরপর অসহায় ওই দম্পতির কোলে আসে দুটি কন্যা সন্তান। কয়েক দিন পূর্বে মীরা খাতুনের সাথে স্বামী নুর ইসলামের কলহ হয়। এক পর্যায়ে আত্মহত্যা করার জন্য বিষ পান করেন মীরা খাতুন। চিকিৎসার পর তিনি সুস্থ হন। কিন্তু আজও তাদের হয়নি ঈদের বাজার। এবিষয়টি মাগুরার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেবের দৃষ্টি গোচর হলে তিনি আজ ২৯ এপ্রিল শুক্রবার সকালে ওই অসহায় হতদরিদ্র পরিবারের সকলের জন্য জামাকাপড়, ঈদের সিমাই চিনি নিয়ে আব্দুল ওহাব মোল্যার বাড়িতে। ঈদের নতুন পোশাক পেয়ে ওই অসহায় পরিবারের সকলেই খুব খুশি হন এবং মাননীয় পুলিশ সুপার মহোদয়ের জন্য দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন শালিখা থানার অফিসার ইনচার্জ মো: বিশারুল ইসলাম। মীরা খাতুন বলেন, আমার বাচ্চারা এবার খুব খুশি হয়েছে। স্যারের জন্য আল্লাহ’র কাছে প্রার্থনা করি বলে আনন্দতে কেঁদে ফেলেন।