খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ২৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4237 বার
সানজিদা আক্তার সান্তনা, যশোর অফিস : বুধবার সকালে গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর- শাখার এক বিজ্ঞপ্তিতে জানা যায়, শার্শার বেনাপোল সহ ৫টি পৌর সভা মেয়াদ উত্তির্ন হওয়ায় সেখানে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
মেয়াদ উত্তির্ন পৌরসভা গুলি হল, গোপালগঞ্জ পৌরসভা, ছেংগারচর পৌরসভা, পার্বতিপুর পৌরসভা, বেনাপোল পোরসভা ও মঠবাড়িয়া পৌরসভা।
বেনাপোল পৌরসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালকে প্রশাসক হিসাবে নিয়োগ করেছে মন্ত্রাণালয়।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি বিধান অনুযায়ী নিয়োগকৃত প্রশাষক উল্লেখিত স্ব-স্ব পৌরসভার সার্বিক দায়িত্ব ও কর্মকান্ড পালন করিবেন।
এদিকে বেনাপোল পৌরসভায় প্রশাসক নিয়োগের খবর পেয়ে যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দিনের সমর্থকেরা বেনাপোল বাজারের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন।