জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ এপ্রিল ২৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1609 বার
বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে। গত ২৫ এপ্রিল দিবাগত রাতে উপজেলার নিঝুরী গ্রামের মৃত: জলিল মিয়ার ছেলে অসহায় বাবুল মিয়ার একটি অটোরিকশা চুরি হয়েছে। অভিযোগে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা জানা যায়। সাড়াদিন এবং রাত ১০টা পর্যন্ত অটোরিকশা চালিয়ে নিজবাড়িতে রাতে বন্ধ করে চার্জে বসিয়ে ঘুমিয়ে পরে। কে বা কারা রাতে তার অটোটি চুরি করে নিয়ে যায়। বাবুল মিয়া তার পরিবারকে ওই যাত্রীবাহী অটোরিকশা দিয়ে রোজি-রোজগার করে পরিবারদেরকে চালাতেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী গ্রামে।
অটোরিকশার মালিক বাবুল মিয়া কান্না কান্না জানান, এ অটোরিকশাটি চালিয়ে আমার পরিবারদেরকে রোজি করে চালাতাম। এমনকি আসছে সামনে ঈদ। আমি আমার ছেলে-মেয়েদেরকে নিয়ে কিভাবে ঈদ করবো তা ভাবতে পারছি না।