খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ এপ্রিল ২৫, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4122 বার
শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলাসভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ শালিখা থানা চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিনে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক আড়পাড়া শাখার ব্যবস্থাপক আলমগীর হোসেন, হাজরাহাটি ফাঁড়ির ইনচার্জ (তদন্ত) সুভাষ চন্দ্র দাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, শালিখা ইউপি চেয়ারম্যান হুসাইন শিকদার, প্রেসক্লাব শালিখার সহ-সভাপতি জিআরএম তারিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
মাসুদুর রহমান ডলার , উপজেলা হিন্দু-বৈদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ব্রজেন্দ্র নাথ মন্ডল, আড়পাড়া বাজার বণিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্রসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এসময় অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠানের ফ্লোর ওপেনের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।