খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ২৫, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2494 বার
এম ওসমান, শার্শা (যশোর) : যশোরের শার্শায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এর সাথে উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) বেলা ১২টার সময় উপজেলা সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল’র সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, উপজেলা আইসিটি কর্মকর্তা আহসান হাবিবসহ স্থানীয় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।