image_print

আনিছুর রহমান:- দেখলেই মনে হচ্ছে বড় আকারের সরকারী কোন প্রজেক্টের কাজ চলছে। অথচ এটি কোন সরকারী কাজ নয় এটি হচ্ছে ব‍্যক্তি মালিকাধীন বালি খাদকের কাজ। যশোরের মণিরামপুর উপজেলার হরিহর নগর ইউনিয়নের পাঁচপোতা মাঠ পাড়া গ্রামের আতিয়ার রহমান দীর্ঘ ৬/৭ মাস ধরে ড্রেজার মেশিন লাগিয়ে ব‍্যক্তি মালিকনা জমি থেকে বালি উত্তোলন করে আসছে। বালি উত্তোলনের ফলে নির্ধারিত স্থানে বিশাল আকারের পুকুরে পরিনত হয়েছে। ফলে আশপাশের ফসলের ক্ষেতসহ বাড়ি ঘর হুমকির মুখে রয়েছে। কিন্তু বালি খাদকের বিরুদ্ধে কথা বলা বা প্রতিবাদ করার সাহস পাচ্ছে না কেউ। এ দিকে প্রতিদিন ট্রাকে ও টলি গাড়িতে করে শত শত গাড়ি বালি নিয়ে যাচ্ছে অন‍্যত্রে। বাভরাটের জন‍্য ব‍্যবহার করা হচ্ছে স্কেবেটার মেশিন। ফলে প্রায় কোটিপতি বনে গেছে বালি খাদক আতিয়ার। যা ভিডিও ফুটেজ দেখলেই অতি সহজে প্রমান মিলছে। তাই বিষয়টি নজরে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনার (এসিল‍্যান্ড) মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।