খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ২৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 733 বার
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এতিম ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান।
রোববার সকাল ১১টায় যশোরের শার্শা উপজেলার নাভারন হযরত শাহজালাল (রহঃ) শ্যামলাগাছি লতিফিয়া মডেল মাদ্রাসায় এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
উদ্ভাবক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১০নং শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহম্মদ তোতা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ,সাংবাদিক আব্দুর রহিম,ইউপি সদস্য আতিয়ার রহমান প্রমুখ।
চাউল, ডাউল, পিঁয়াজ, আলু ও তেল বিতরন করা হয় শতাধিক পরিবারের মাঝে। এছাড়া উক্ত মাদ্রাসার শিশুদের মাঝে বই বিতরন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিবেক সংগঠনের সভাপতি জিএম অভি, দপ্তর সম্পাদক এন্টনি দাস, এসএন বাংলা নিউজের প্রকাশক ও সম্পাদক মিলন কবির, চ্যানেল এস এর বেনাপোল প্রতিনিধি জসিম উদ্দিন, সাংবাদিক সোহল রানা, সাংবাদিক সাহেব আলী।