চাঁপাইনবাবগঞ্জ, জেলার খবর, রাজশাহী বিভাগ | তারিখঃ এপ্রিল ২৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 902 বার
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল ফিতর ২০২২ উপলক্ষে অতিদরিদ্র, দুঃস্থ অসহায় ও কর্মহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
আজ রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্রণালয় এর সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্হিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার ঘোষ,ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা, ওয়ার্ড সদস্য আবদুর রশিদ, হুমায়ুন কবির, আব্দুস সালাম, মোজাম্মেল হক, আ: রশিদ, গাজলুর রহমান, মনিরুল ইসলাম ও ইউপি সচিব রেজাউর রহমান সহ অন্যরা শাহবাজপুর ইউনিয়নে জনপ্রতি হতদরিদ্রের ৭ হাজার২৫০ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ অব্যাহত রয়েছে।