খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ২৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2756 বার
যশোর অফিস : যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের কমলাপুরে রাস্তায় বেড়া দিয়ে এক মুক্তিযোদ্ধাসহ ২০ পরিবারের সদস্যদের অবরুদ্ধের চেষ্টা করার অভিযোগ উঠেছে। ওই গ্রামের জামাত আলী ও মোস্তফা প্রভাব খাটিয়ে সরকারি রাস্তায় বেড়া দিয়েছেন বলে জানান ভুক্তভোগীরা। ওই রাস্তায় চলাচলে বাধা সৃষ্টির কারণে বাধ্য হয়ে তারা পারিবারিক কবর স্থানের ওপর দিয়ে যাতায়াত করছেন।
স্থানীয়রা জানিয়েছেন, কমলাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান পাকা সড়ক হতে পূর্ব দিকে একটা রাস্তা চলে গেছে। ওই রাস্তায় মুক্তিযোদ্ধা মতিউর রহমানের পরিবারসহ ২০ পরিবারের সদস্যরা চলাচল করে। বৃটিশ আমলের সরকারি এই রাস্তার মাঝ দিয়ে কমলাপুর গ্রামের উত্তরপাড়ার জামাত আলী ও মোস্তফার লোকজন বেড়া দিয়েছেন।
মুক্তিযোদ্ধা মতিউর রহমান জানান, একটি মহলের ইন্ধনে জামাত আলী ও মোস্তফা এলাকাবাসীর সাথে বেপরোয়া আচরণ শুরু করেছে। প্রতিপক্ষ ভেবে তারা আমাদের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করেছে। তিনি আরও জানান, আমরা ছাড়াও ওই রাস্তায় চাষিরা বাড়িতে ধান নিয়ে যান। জামাত আলী ও মোস্তফা কেনো
এই অমানবিক আচরণ করছে এটা বোধগম্য নয়। আজিজুর ও সরোয়ার নামে দুই জন জানান, চলাচলের রাস্তায় বেড়া দেয়া হলেও ভয়ে প্রশাসনের দারস্থ করেননি তারা। বর্তমানে তারা পারিবারিক কবর স্থানের ভেতর দিয়ে চলাচল করছেন।
এদিকে, জামাত আলী ও মোস্তফা পক্ষের লোকজন জানিয়েছেন, ওই রাস্তার পাশে তাদের জমি রয়েছে। কিন্তু বিগত দিনে তাদের দখলে নিতে বাধা দেয়া হয়েছে। মতিয়ার রহমানের নেতৃত্বে তাদের জমি সরকারি রাস্তার মধ্যে নিয়েছিলেন। সুযোগ বুঝে এখন নিজেদের জমি দখলে নিয়ে বেড়া দিয়েছেন।
এই বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সুলতান টিটো জানান, সরকারি রাস্তায় বেড়া দেয়ার বিষয়টি জানা নেই। কেউ অভিযোগ করেননি। খোঁজ নিয়ে দেখবো।