খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ২৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3432 বার
মণিরামপুর অফিস।। শনিবার বিকালে নামাজে জানাযা আসা দুই ব্যক্তির দুটি মটরসাইকেল চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মণিরামপুরের রাজগঞ্জের ঝাঁপা গ্রামে।
স্থানীয়রা জানায় উপজেলার রাজগঞ্জের ঝাঁপা গ্রামের সামছুর রহমান ওরফে বড়ে মিয়া (৮০) শনিবার দুপুরের দিকে স্ট্রোক জনিত রোগে মারা যান। এদিন বিকালে আছরের নামাজের পর বাড়ির পাশে নামাজে জানায় বিভিন্ন এলাকার লোকজন ও আত্নীয় স্বজন অংশ গ্রহন করেন। এর মধ্যে ঝাঁপা দাড়িয়া পাড়া গ্রামের ইউছুপ আলীর যশোর ল ১৩-৭৬৬৬ নম্বরের ব্লু রঙ্গের পালসার ডবল ভিস্ক মটরসাইকেল নিয়ে জানায় আসেন তার বড় ভাই ইদ্রীস আলী ও আত্নীয় সুবাদে শার্শা উপজেলার নাভারন জিরনগাছা গ্রামের নাছির উদ্দীন যশোর হ ১৭-৫২২০ নম্বরের কালো সাদা রঙ্গের ডিসকভার মটরসাইকেল নিয়ে নামাজে জানাযায় আসেন। জানাযা শেষে দাফন কার্য্য সম্পন্ন শেষে ফিরে এসে দেখে তাদের গাড়ি দুটি নাই। মুহুত্বে চারিদিকে খোজাখুজি করেও কোথাও সন্ধান মিলাতে পারেনি মটরসাইকেল দুটি। এ বিষয়ে চুরি হয়ে যাওয়া মটরসাইকেল মালিক ইউছুপ আলীর কাছে জানতে চাইলে তিনি প্রতিনিধিকে জানান, মটরসাইকেল চুরির বিষয়ে প্রাথমিক ভাবে ঝাঁপা পুলিশ ফাঁড়িকে জানানো হয়েছে। থানায় জিডি করার প্রস্তুতি চলছে। এ বিষয়ে ঝাঁপা পুলিশ ফাঁড়ির এ এস আই মোয়াজ্জেম হোসেন বলেন, কে যেন বলছিল, নামাজে জানাযার পাশে রাখা মটরসাইকেল কে যেন সরিয়ে রেখেছে পাওয়া যাচ্ছে না। পরে আর কেউ কিছু জানাইনি।