সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) থেকে ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার বরভাগ দক্ষিণ বিলের পানি নিষ্কাশনের জটিলতা দীর্ঘ দিনের । প্রভাব শালি একটি মহলের অপরিকল্পিত বেড়িবাঁধ তেরী করার কারণে সৃষ্টি হয় জলাবদ্ধতা । ফলে এলাকার শতশত কৃষকের চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়ে। কৃষকদের অভিযোগের এক পর্যায়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উপজেলা প্রসাশনের হস্তক্ষেপে ড্রেনেজ খননের মাধ্যমে পানি নিষ্কাশনের উদ্যেগ গ্রহণ করা হয়। এর মাধ্যমে আশাহত কৃষক মহল কিছু টা হলেও স্বস্তি ফিরে পায়। নির্ভর যোগ্য সূত্র জানায়, ড্রেনেজ খননের সুফল সরেজমিনে দেখার জন্য উপজেলার ৯নং জামদিয়া ইউনিয়নের (বরভাগ) দক্ষিণ বিলের পানি নিষ্কাশনের সুফলে এলাকার প্রান্তিক চাষিদের ইরি-বোরো মৌসুমের আবাদকৃত কৃষকের ধান ক্ষেত এবং ড্রেন খনন নিয়ে জটিলতার বিষয়ে সরোজমিনে দেখতে আসেন বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা, ভীক্টরিয়া পারভীন সাথী । গত ১৮ এপ্রিল সোমবার বিকালে তিনি স্থানীয় চাষিদের সাথে নিয়ে মাঠের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। কৃষকদের বিভিন্ন অভিযোগের কথা শুনে তিনি চাষাবাদে কৃষকদের কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এমন কোন উদ্যেগ যেন কেউ না গ্রহণ করে সেদিকে স্বচেতন দৃষ্টি রাখার পরামর্শ দেন। এসময় সেখানে ভুক্তভোগী কৃষক মহলসহ সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।