খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ১৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 7186 বার
মণিরামপুর অফিস।। যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে আছরের নামাজ পড়া অবস্থায় মসজিদে বাবর আলী (৬৫) নামের মুসল্লি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। শনিবার (১৬ এপ্রিল) তিনি স্ট্রোক করে মারা যান। তিনি উপজেলার রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের বাসিন্দা। স্থানীয় চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম জানান- বাবর আলী রোজা ছিলো। তিনি রোজা থাকা অবস্থায় তার নিজ বাড়ির পাশের মসজিদে আছরের নামাজ পড়া অবস্থায় স্ট্রোক করে মারা যান। বাবর আলী এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও রেখে গেছেন। শনিবার (১৬ এপ্রিল) রাত ১০টায় স্থানীয়ভাবে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। এদিকে বাবর আলীর মৃত্যুর খবরশুনে শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানাতে তার বাড়িতে ছুটে যান মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।