জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ এপ্রিল ১৬, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5358 বার
বিল্লাল হোসেন, ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি: পবিত্র রমজান মোবারক উপলক্ষে আজ মেদুয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আ.ন.ম. নূরুল মাউফ খান (মোমেনের) সহধর্মিনী জেসমিন নাহার রানির আয়োজনে মরহুম আ.ন.ম. নূরুল মাউফ খান (মোমেনের) শাহাদাতবাসী উপলক্ষে ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাহফিলটি অনুষ্ঠিত হয় মেদুয়ারী ইউনিয়ন পরিষদ চত্বরে। এসময় উপস্থিতি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।