খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ১৬, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5551 বার
বিল্লাল হোসেন,রাজগঞ্জ : মনিরামপুরের রাজাগঞ্জ বাজারের ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট সূত্র জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডারের মালিক তপন ঘোষকে ২০ হাজার টাকা, অনুমোদনহীন ভারতীয় প্রসাধনী বিক্রির অভিযোগে বাজারের দোকানি মিজানুর রহমানকে ১ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে মুদি দোকানি কার্তিক সাধুকে ৩ হাজার টাকা,
মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে রাজগঞ্জ বাজারের একতা ফার্মেসিকে ৪ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় ওই বাজারের মশিয়ার স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷