জাতীয় সংবাদ | তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 5398 বার
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছয় ঘণ্টারও বেশি সময় পর ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮ টা ৫ মিনিটে সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে শিগগিরই ব্রিফিং করা হবে বলে তিনি জানান।
তিনি বলেন, ভেতরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক অবস্থান করছেন। সেখান থেকে তিনি জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে। ভেতরে কেউ হতাহত আছে কিনা তা ফায়ার সার্ভিসের কর্মীরা দেখছে।
এর আগে বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। দুই মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের ১ম ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
সচিবালয়ের ৭ নম্বর ভবনে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর। আরও আছে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সরকারের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর।
এদিকে সচিবালয়ে লাগা আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় আহত সেই ফায়ার সার্ভিসকর্মী মারা গেছেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুজ্জামান নয়ন। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন।