খুলনা বিভাগ, জেলার খবর, ধর্ম, যশোর | তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 7801 বার
বাঘারপাড়া (যশোর) প্রতিবেদক : খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ যশোরের বাঘারপাড়ায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
উপজেলার ঢেপখালী ‘চার্চ অব দ্যা ন্যাজারীণ ইন্টারন্যাশনালে’র উদ্যোগে দিনটি উদযাপন করা হয়। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের কার্যক্রম শুরু হয়। আয়োজন করা হয় সংগীতানুষ্ঠানের।
ছোট শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে এ সময় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আগতরা মেতে ওঠেন আনন্দে। দুপুরে যীশুর আগমনের কাহিনী বা জীবনী নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢেপখালী ‘চার্চ অব দ্যা ন্যাজারীণ ইন্টারন্যাশনালে’র সভাপতি রেভা উত্তম কুমার মন্ডল। এতে প্রধান আলোচক ছিলেন পালক সুশান্ত মন্ডল। প্রধান বক্তা ছিলেন পালক তাইজুল মোড়ল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) মকবুল হোসেন, এসআই প্রসেনজিৎ কুমার মন্ডল, এসআই সালাউদ্দিন, বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক রাকিব হাসান, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন রেভা দিগন্ত মন্ডল, মাধবী মন্ডল, অনিক বিশ্বাসসহ অনেকে। শেষে কেক কেটে বড় দিন উৎসব উদযাপন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরাসহ অতিথিবৃন্দ।