খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ১৫, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2621 বার
এসএম স্বপনঃ যশোরের শার্শায় ১ কেজি গাঁজা সহ আসাদুজ্জামান আসাদুল (৪৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৫ এপ্রিল) ভোর রাতে তাকে আটক করা হয়।
আটক আসাদুল শার্শা থানার লক্ষনপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানার আন্দোলপোতা গ্রামস্থ লক্ষনপুর টু বাহাদুরপুরগামী রোড এলাকা থেকে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ তাকে আটক করে।
উদ্ধারকৃত মালামালের মূল্য ৩০ হাজার টাকা বলে জানায় ডিবি পুলিশ।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার জানান,এ সংক্রান্তে শার্শা থানায় এজাহার দায়ের হয়েছে।