জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ এপ্রিল ১৫, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2873 বার
বিল্লাল হোসেন, ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায়, উপজেলা নির্বাহী প্রশাসনে এর আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সালমা খাতুন, ভালুকাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। বাংলা নববর্ষ হলো আমাদের বাঙ্গালী একটি আবেগঘন উৎসব এর নাম। যদি আপনি একটু খেয়াল করে দেখেন, তাহলে দেখতে পারবেন যে, ইংরেজি বছরের নিউ ইয়ার এর শুভেচ্ছা বিনিময় করার মাঝে যে পরিমান সুখ অনুভুত হয়। তার থেকে অধিক সুখ লাভ হয়, বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করার মাঝে। যা আসলে লিখে বলে শেষ করা যাবেনা। কারন বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করার মাঝে আলাদা একটা মাধুর্য রয়েছে।
বছরের শেষ, আমাদের মধ্যে আবার এসেছে নতুন বছর- ১৪২৯ বঙ্গাব্দ। সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ ও মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র রমজান মাস চলছে। আমি সব ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি।
বাংলা ভাষাভাষি প্রতিটা মানুষের কাছে নববর্ষ হলো প্রাণের একটি উৎসব৷ আর সে কারনে এপার বাংলার কথা বলুন কিংবা ওপার বাংলার কথা বলুন। এই দুই বাংলার মানুষ একে অপরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে থাকেন এবং নিজেদের মধ্যে বার্তা বিনিময় করে থাকে। আর এই বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই আমরা আমাদের নিজের ভেতরে থাকা আবেগ অনুভূতি গুলো কে একে অপরের সাথে ভাগাভাগি করে নেওয়া হয়।