সাব্বির হোসেন, যশোর : যশোর শহরের সন্ধ্যায় আরিফ হোসেন( ২৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে হৃদয় নামের দুর্বৃত্ত।

আজ রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে শহরের নিউ মার্কেট লোকাল বাস কাউন্টারে এ ঘটনা সংঘটিত হয়।

আহত আরিফ ঘোপ বেলতলা এলাকার কালু মিয়ার ছেলে তিনি জানান সন্ধ্যায় তিনি বাড়ির পাশে নিউ মার্কেট লোকাল বাস কাউন্টারের সামনেএকটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় শেখহাটি হঠাৎ পাড়ার তোফাজ্জলের ছেলে হৃদয় ঘটনাস্থলে চায়ের দোকানে আসে আকস্মিকভাবে পৈশাচিক কায়দায় ভিকটিমকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন ছুটে আসলে হৃদয় দৌড়ে পালিয়ে যায় এবং পরবর্তীতে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় লোকজন জানান তারা হৃদয় এবং আরিফ একসাথে তরমুজের ব্যবসা করতেন ব্যবসা করাকালীন সময় তাদের মধ্যে টাকা-পয়সার লেনদেন নিয়ে ঝামেলা হয় তারই জের ধরে এই ঘটনা ঘটতে পারে।

যশোর জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার বিচিত্র মল্লিক জানান আহতের ঘাড়ে ও পিঠে গভীর ক্ষত হয়েছে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে।