খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ December 20th, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 9410 বার
খুলনা অফিস: খুলনার তেরখাদা থানা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও দুই জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃমেহেদী হাসান সংগীয় অফিসার এস আই মনিরুল ইসলাম ও পুলিশ ফোর্স নিয়ে উপজেলার চরকূশলা মধ্যপাড়া সিরাজ মেম্বারের মোড় এলাকা থেকে ১০পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ বাবর আলী শেখ (৩২)কে গ্রেপ্তার করেন।বাবর আলী শেখ রূপসা উপজেলার চাঁদপুর মধ্য পাড়া এলাকার মৃত আব্দুল হামিদ শেখের ছেলে।
এছাড়া এর আগে থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে এস আই মল্লিক আঃ হালিম ও অন্যান্য পুলিশ ফোর্স নিয়ে শেখপুরা মধ্য পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ বিপ্র বিশ্বাস নামে অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।বিপ্র বিশ্বাস উপজেলার বিরি আজগড়া এলাকার অনিল বিশ্বাসের পুত্র।এছাড়া ওই দিন জি আর মামলার ২জন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার করেন।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃমেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিদের গ্রেফতারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।তিনি বলেন,মাদক ও জুয়া বন্ধে অভিযান কার্যক্রম চলমান রয়েছে।তেরখাদার প্রত্যন্ত এলাকায় পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে।