খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 602 বার
খুলনা অফিস: তেরখাদায় জুয়া খেলার আসর থেকে ২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পারহাজী গ্রামের খাজা সরদারের ছেলে লিটন সরদার (৩০) এবং আনোয়ার বিশ্বাসের ছেলে হাবিবুর (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নূর আলম মুন্সি সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে পারহাজী গ্রামের মোঃ মান্নান শেখের বাড়িতে জুয়া খেলার আসরে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যন্য সবাই পালিয়ে গেলেও গ্রেপ্তারকৃত লিটন সরদার ও হাবিবুরকে পুলিশ জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার করে। এ সময় ১০৪ টি বিভিন্ন রংয়ের তাস, নগদ ৫,৬০০ টাকা, একটি প্লাস্টিকের সাদা পলিথিন।
স্থানীয়রা জানান, মোঃ হারহাজী গ্রামের ইবাদত শেখের ছেলে মোঃ মান্নান শেখের তত্ত্বাবধানে তার নিজ বাড়িতে টাকার বিনিময়ে নিয়মিত জুয়া খেলা চলে। তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি)মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৮(৪) জিআর-১৩৫ মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, জুয়া ও অপরাধীদের প্রেপ্তার অভিযান অব্যহত আছে।