রবিউল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি : জনজীবনে বাধা সৃষ্টি ও কৃষি প্রধান দেশের কৃষকদের কৃষি জমি হুমকির মুখে রেখে যশোরের চৌগাছায় প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধভাবে পুকুর খননের নামে মাটি বিক্রি করে চলেছেন আরাফাত রহমান ও তার সিন্ডিকেট । নারায়ণপুর ইউনিয়নের কিসমতখাঁনপুর গ্রামে কৃষি জমির পাশে পুকুর খননের নামে অবৈধভাবে মাটি বিক্রি করছেন বলে জানা যায়। পুকুর খননের নামে মাটি বিক্রি শুরু করলে গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইরুফা সুলতানা কাজটি বন্ধ করে দেন বলে জানা যায়। কিন্তু মাটি সিন্ডিকেটের হোতা বড়খাঁন পুর গ্রামের আমিন সর্দারের ছেলে আরাফাত রহমান ও তার সিন্ডিকেট অন্য সদস্যরা স্থানীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে এবং উপজেলা প্রশাসনের নিকট থেকে অনুমতি নিয়েছেন বলে আবারও মাটি কাটা শুরু করেন। এই মাটি সিন্ডিকেটের সদস্যদের ভয়ে স্থানীয় জনগণ কিছু বলতেও সাহস পাচ্ছে না। এইভাবে অবৈধভাবে পুকুর খননের নামে যদি মাটি বিক্রি করতে থাকে, তাহলে পুকুরের পাশের দুই ফসলা তিন ফসলা কৃষি জমি গুলো পুকুরের মধ্যে ভেঙে পড়বে বলে দেখা যায়। পুকুর খননের নামে মাটি বিক্রি বন্ধের জোর দাবি ও আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান স্থানীয় জনগণ।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইরুফা সুলতানা বলেন, স্থানীয় জনগণের অভিযোগ পাওয়ার সাথে সাথে মাটি কাটা বন্ধ করে দিয়েছি। কিন্তু এখনো মাটি কাটাচ্ছে এবিষয়ে আমি অবগত ছিলাম না। এব্যাপারে তিনি দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান। তাছাড়া অবৈধভাবে পুকুর খননের নামে মাটি বিক্রি করছে একটি সিন্ডিকেট, এই শিরোনামে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ হওয়া সত্ত্বেও আইনি কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই সিন্ডিকেটের বিরুদ্ধে।