জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ এপ্রিল ১৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5039 বার
বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় আহত সফটওয়্যার ইন্জিনিয়ার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত অনুমান(৯ ঘটিকার সময়) ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
জানা গেছে, বান্দিয়ানিবাসী সিনিয়র সফটার ইঞ্জিনিয়ার বাপ্পারাজ খান গত ১২ এপ্রিল মঙ্গলবার মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত অনুমান(৯ ঘটিকার সময়) ইন্তেকাল করেন। উনার মৃত্যু কালে বয়স ৩০ বছর হয়েছিল।
উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া দক্ষিণপাড়ার জনাব আব্দুর মোঃ রাজ্জাক খানের ছেলে বাপ্পারাজ খান। মরহুমের জানাযার নামাজ (১৩ এপ্রিল বুধবার) সকাল ১১ঘটিকার সময় বান্দিয়া দক্ষিণপাড়া তাদের পারিবারিক কবরস্থানে অনুষ্ঠিত হবে।
আমরা সকলে মরহুম এর রুহের আত্নার মাগফেরাত কামনা করি ও শোকআহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।