খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ১২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2354 বার
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) থেকে ঃ যশোরের বাঘারপাড়ায় গভীর রাতে বাইসাইকেল ও মোবাইল ফোন চুরি করার অভিযোগে এক ছিচকে চোর কে ধরে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী । গণধোলাইয়ের শিকার ওই চোর ইউসুফ আলী (৩৫) উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের আলাদীপুর গ্রামের ছবর বিশ্বাসের ছেলে । সে একজন পেশাদার চোর বলে জানা গেছে । ভুক্তভোগী রেজওয়ান মোল্লা সহ এলাকাবাসী সূত্র জানায়, গত কাল ১২ এপ্রিল দিন গতরাতে উপজেলার রাধানগর গ্রামের নিজাম উদ্দিনের বাড়ি থেকে গভীর রাতে বাইসাইকেল এবং ওয়াদীপুর গ্রামের ভাবলু মোল্লার ছেলে রেজওয়ানের ঘর থেকে একটি মোবাইল ফোন চুরি করে পথিমধ্যে বাগডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে (সন্দেহ জনক) প্রবেশ করলে ধাওয়া খেয়ে পালানোর সময় ঘোষনগর গ্রামের রাস্তার পাশে বাইসাইকেলটি রেখে পালিয়ে যায় বলে জানিয়েছে (ধাওয়া কারি) শরিফুল ইসলাম । এরপর সে পার্শ্ববর্তী জামালপুর গ্রামের বাচ্চু মোল্লার বাড়ি থেকে বাইসাইকেল চুরি করার পর পার্শ্ববর্তী আকরাম হোসেনের ঘর থেকে মোবাইল ফোন চুরি করার সময় হাতেনাতে ধরা পড়লে গ্রামবাসি গনধোলাই দিয়ে সকালে পুলিশে সোর্পদ করে । এসয় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।
নিচে” চোর ইউসুফ আলী, চুরি করা বাইসাইকেল ও মোবাইল ফোন ।