খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ এপ্রিল ৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1921 বার
নড়াইল প্রতিনিধি ॥ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বীড়গ্রামে শুক্রবার সন্ধ্যায় শ্রীশ্রী হরি লীলামৃত স্কুলের উদ্বোধন করা হয়েছে।হরিগুরুচাঁদ মতুয়া মিশন সদর উপজেলা কমিটির উদ্যোগে স্থাপিত স্কুলটির উদ্বোধন করেন প্রধান অতিথি কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আশিষ কুমার বিশ্বাস।স্কুল উদ্বোধনী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন হরিগুরুচাঁদ মতুয়া মিশন সদর উপজেলা কমিটির সভাপতি শ্রীশ্রী হরি লীলামৃত স্কুলের স্বপ্নদ্রষ্টা মতুয়া রুপকুমার মজুমদার, সদর উপজেলা কমিটির সাধারন সম্পাদক ডা: সনজিৎ রাজবংশী, মতুয়ারতœ সাংবাদিক অশোক কুন্ডু, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ধীমান রঞ্জন রায়,শিঙ্গাশোলপুর ইউনিয়ন কমিটির সভাপতি বরুণ কুমার বিশ্বাস, উপজেলা কমিটির প্রচার সম্পাদক বিমল কৃষ্ণ দাস, ইউপি সদস্য শিশির কুমার বিশ্বাস, ইউপি সদস্য অজয় বিশ্বাস, ইউপি সদস্য তপন কুমার বিশ্বাস, স্কুল শিক্ষিকা তুলসী রানী মল্লিক, অরুণ কুমার সরকার,আনন্দ কুমার বিশ্বাস, পরিমল রায়, বলরাম বিশ্বাস প্রমূখ।
হরিগুরুচাঁদ মতুয়া মিশন সদর উপজেলা কমিটির সভাপতি মতুয়া রুপকুমার মজুমদার জানান,নতুন চালু হওয়া বীড়গ্রাম স্কুলসহ সদর উপজেলার মোট ১১টি শ্রীশ্রী হরি লীলামৃত স্কুলে কোমলমতি শিশু শিক্ষার্থীদের সনাতন ধর্মীয় শিক্ষা, আদর্শ জীবন গঠন ও নীতি নৈতিকতা বিষয়ক শিক্ষাদান দেয়া হয়ে থাকে।