খুলনা অফিস: ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে তেরখাদা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে হাত ধোয়া প্রদর্শনী ও বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিত সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, সমবায় কর্মকর্তা মোঃ মঞ্জুরুল কবির, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হনিফ শিকদার, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মুক্তা মন্ডল প্রমুখ। পরে কোমলমতি শিক্ষার্থীদের সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ হাত ধোয়ার কলাকৌশল দেখান এবং হাত ধোয়ার প্রদর্শনীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।