খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ অক্টোবর ৩১, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3733 বার
খুলনা অফিস: তেরখাদায় আওয়ামী দোসরদের বিচারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কর্মীরা।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলা সদরের পোষ্ট অফিস গলিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কওসার আলীর সভাপতিত্বে ও বিএনপি নেতা শেখ আজিজুর রহমান আজিবারের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান।
অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, এ্যাড. শহিদুল ইসলাম, শেখ ইউসুফ আলী, মিল্টন মুন্সি, কামাল উদ্দিন লস্কর, আজিজুর রহমান মোল্যা, মোঃ রবিউল ইসলাম লাখু, আবুল বাশার, পলাশ শেখ, মঞ্জুরুল হাসান দারু, জামাল বিশ্বাস,শেখ জাহিদুল ইসলাম, মোবাশার আলম, তৌহিদুল ইসলাম, খান গিয়াস উদ্দিন, টুলু লস্কর, মামুন শিকদার, আমানত শিকদার, আলমগীর শেখ, ছাত্রদল নেতা রাজু শেখ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফ্যাসিষ্ট সরকারের পতনের পর আওয়ামী লীগ সমর্থিত অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যায়। তাদের মধ্যে অনেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তারা আরও বলেন, এসকল অপ্রচার ও অপকর্মে হোতা আওয়ামী দোসরদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। প্রতিবাদ সভা শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।