খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1813 বার
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭ জন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চাপালী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দাউদ হোসেন, আনোয়ারুল কবির, খন্দকার আব্দুর রশিদ, আবু বক্কর সিদ্দিক, খন্দকার মুমিনুর, হাফিজুর রহমান ও গোলাম মোস্তফা। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চাপালী গ্রামে জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। জমি নিয়ে আদালতে মামলাও চলছে। শনিবার সকালে ওই গ্রামের দাউদ হোসেন ও তার পরিবারের সদস্যরা জমি দখল নেওয়ার জন্য সীমানা পিলার স্থাপন করতে যায়। এ সময় প্রতিপক্ষ আব্দুস সাত্তার ও তার পরিবারের সদস্যরা বাঁধা দেয়। দুই পরিবারের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও পরে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের অন্তত ৭জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।