খুলনা অফিস :বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারন মানুষের মাঝে পৌছে দেওয়ার লক্ষ্যে তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা যুবদলের আহবায়ক মোল্যা হুমায়ুন কবিরের নেতৃত্বে মঙ্গলবার উপজেলার কাটেংগা, জয়সেনা, তেরখাদা বাজার সহ বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক পার্থ দেব মন্ডলসহ আইন বিষয়ক সম্পাদক মোঃ তানভীর হাসান সোহেল, সদস্য মোঃ সোহেল আলম, আশরাফুল কবির সুমন, জেলা যুবদল নেতা মাসকুর হাসান ফ্রান্স, অহিদুজ্জামান সোহাগ, আতিক নেওয়াজ চঞ্চল, আরিফুর রহমান আরিফ, এফ এম ওবায়দুল্লাহ, জাহিদ হাসান, তৌহিদ জমাদ্দার, ইমদাদ শিং, মোবাশে^র আলম, কামরুল মোল্যা, লাজুক শেখ, জাহাঙ্গীর লস্কর, তোহিদ শেখ, তোহিদ শিকদার, আনিস মোল্যা, দিন জমাদ্দার, মুকুল মোল্যা, আবুল খায়ের, আশরাফ মোল্যা, সাব্বির আহমেদ টগর, সিব্বির আহমেদ সুমন, সোহাগ, রজিম শেখ, রাজু মোল্যা, মোরাদ শেখ, মামুন, রাজু, বাপ্পি, নুরু, পাভেল মোল্যা, ইমামুল মোল্যা, রবিউল প্রমুখ।